Ads Golpo.Best Kobita.Best

search

Taranath Tantrik | তারানাথ তান্ত্রিক

তারানাথ তান্ত্রিক

(কাল্পনিক চরিত্র)

fgftt

তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। বাংলা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় তাঁঁকে সৃষ্টি করেছেন।১৯৪০ সালে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ চরিত্রটি তৈরি করেছিলেন, তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্পের মাধ্যমে তারনাথের বেশিরভাগ জীবন প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণ তুলে ধরেন বাংলার নিজস্ব অতিলৌকিক জগৎকে। ‘পথের পাঁচালী’-র লেখকের এক অজানা চর্চার দিক উঠে আসে এই লিখন দু’টিতে। বিভূতিভূষণের প্রয়াণের পরে তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতিগহীন থেকে তুলে আনেন তারানাথকে। তারনাথ তান্ত্রিক সমন্বিত ছয়টি গল্প তাঁর পুত্র তারানাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তারানাথ তান্ত্রিক (১৯৮৫) এবং তারানাথকে কেন্দ্র করে লেখেন ‘অলাতচক্র’(২০০৩) নামের একটি উপন্যাসও। তাঁর লিখনে আরও বিস্তৃতি পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া বিশ্বাস ও প্রজ্ঞার অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। সমস্ত গল্পগুলি অলৌকিক , অস্বাভাবিক, গাঢ় শিল্প, রহস্য এবং যাদু বাস্তবতা উপর ভিত্তি করে। তক্তাপোষে বসে গল্প বলেন বৃদ্ধ তারানাথ। তাঁর মেয়ে চারি এসে মুড়িমাখা আর চা দিয়ে যায়। শ্রোতা দু’জন। কলকাতার এক গলির ভিতরে পাসিং শো সিগারেটের ধোঁযার মধ্যে দিয়ে যেন দরজা খুলে যায় এক অন্য জগতের। (তথ্যসূত্র ও আরও তথ্যঃ তারানাথ তান্ত্রিক - উইকিপিডিয়া)
View full tag তারানাথ [তান্ত্রিক]
তারানাথ তান্ত্রিক এর সব বই/গল্প এর তালিকা | A List Of All Books/Storie Of Taranath Tantrik
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এর গল্প
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এর বই

মোট পৃষ্ঠাদর্শন