১৯৪০ সালে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ চরিত্রটি তৈরি করেছিলেন, তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্পের মাধ্যমে তারনাথের বেশিরভাগ জীবন প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণ তুলে ধরেন বাংলার নিজস্ব অতিলৌকিক জগৎকে। বিভূতিভূষণের প্রয়াণের পরে তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতিগহীন থেকে তুলে আনেন তারানাথকে। তারনাথ তান্ত্রিক সমন্বিত ছয়টি গল্প তাঁর পুত্র তারানাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একটি বই এবং তারানাথকে কেন্দ্র করে লেখেন উপন্যাসও।
বইঃ
তারানাথ তান্ত্রিক (১৯৮৫)
উপন্যাসঃ
অলাতচক্র (২০০৩)
(সূত্রঃ উইকিপিডিয়া)
0 Response to "তারানাথ তান্ত্রিক এর সব বই/গল্প এর তালিকা | A List Of All Books/Storie Of Taranath Tantrik"
একটি মন্তব্য পোস্ট করুন