সাজিদ
সাজিদ, আরিফ আজাদ রচিত একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত প্যরাডক্সিকাল সাজিদ ও প্যরাডক্সিকাল সাজিদ ২ এর মূল চরিত্র। এই বই দুটি মূলত নাস্তিকদের উত্তম জবাব দেয়ার জন্য লেখা হয়েছে। ইসলামকে অনেকে অন্ধ বিশ্বাস এর সাথে তুলনা করে কিন্তু এই ইসলাম ও যে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় তা এই বই এর মাধ্যমে জানা যায়। পূর্বে সাজিদ মুসলাম থাকলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক আর বড় ভাই দ্বাড়া অনুপ্রাণিত হয়ে নাস্তিক হয়ে যায়। তাই বই এ এই সাজিদ প্রথম অবস্থায় নাস্তিক থাকলেও আরিফের যুক্তি থেকে সে আবার ইসলামের পথে ফিরে আসে ও যুক্তি দিয়ে নাস্তিকদের পরাস্ত করে। এই বইটি যে ছাপানো হবে তা আরিফ আজাদ ভাই নিজেও কল্পনা করেন নি। এটি জানা যায় তার ভূমিকা থেকে। এই বই রকমারি বেস্ট সেলার ও একুশে বইমেলা বেস্ট সেলার হয়। সর্বপরী মিসির আলির মতো এই অসাধারণ যুক্তিবাদি মানুষটিকে সকল মুসলিম সন্তান আপন করে নিয়েছে। মিসির আলি আর সাজিদের মধ্যে পার্থক্য হলো মিসির আলি ধর্মে তেমন একটা বিস্বাসি নন এবং তিনি ভুত তথা অলৌকিক এর বিরুদ্ধে কাজ করেন অন্যদিকে সাজিদ ধর্মপরায়ন এবং বিভিন্ন যুক্তির সাহায্যে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে।
[আরও তথ্যঃ ParadoxicalSajid, ParadoxicalSajid2]
[আরও তথ্যঃ ParadoxicalSajid, ParadoxicalSajid2]
View full tag সাজিদ [যুক্তিবাদী (on Islam)]
সাজিদ এর সব বই/গল্প এর তালিকা | A List Of All Books/Storie Of Sajid
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত সাজিদ এর গল্প
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত সাজিদ এর বই