কৌতুক(জোকস) সাহিত্য
রসিকতার বিষয়টি যুগ যুগ থেকেই বিশ্বে চলে আসছে। লিখিত সাহিত্য শুরু হওয়ার পর তা লিখিতরুপে বের হওয়া শুরু হয়েছে। অনলাইনে(ফেসবুক, ইউটিউব বা অন্যান্য মাধ্যমে) প্রচুর পরিমাণ জোকস বা কৌতুক ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার, বই তো আছেই। সব মিলিয়ে এক বিশাল সংগ্রহসালা। কিন্তু সমস্যা হলো, সব আছে ছড়িয়ে ছিটিয়ে। বর্তমানে যেসব গল্প ফেসবুকে বা ইউটিউবে দেখা যায় তার অধিকাংশই প্রায় সকলেরই শোনা। এখানে আমরা যেসব গল্প দিচ্ছি তা ও আপনাদের শোনা। তবে এগুলোর মধ্যেই হয়ত আনেক গল্পগুলো আপনি শোনেন নি। এই সকল কৌতুকগুলো, কৌতুক - ১, কৌতুক - ২,কৌতুক - ৩.... এভাবে চলতে থাকবে। অনেক ক্ষেত্রে যুক্তিযুক্ত,মানসম্পন্ন কিংবা সুন্দর কোনো নাম দেয়া সম্ভব হবে না। আর লেখকের নাম দিতে পারা প্রায় অসম্ভব। কারণ, অধিকাংশ গল্পই কে লিখেছে তার কোনো ঠিক নেই। যেখানেই গল্পগুলো পাওয়া যায় দেখা যায় তাতে লেখা, "সংগ্রহে - অমুক" । আশা করি আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত এই কৌতুক শিরিজ আপনাদের ভালো লাগবে, আনন্দ পাবেন। (বিঃদ্রঃ সকল বয়সের পাঠকদের কথা চিন্তা করে প্রাপ্তবয়ষ্কদের গল্প পরিহার করার চেষ্টা করা হয়েছে)
0 Response to "kowtuk or jokes series"
একটি মন্তব্য পোস্ট করুন