About Us
গল্প পড়তে যারা খুব পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই সব ধরণের বই কিনতে পারে না। যেমন আমি নিজেই(দুর্জয়)। আবার পিডিএফ বই অনেকে পড়তে পারে না বিশেষ করে যাদের জাভা ফোন তারা। আবার এ্যন্ড্রুয়েড এ্যপলিকেশন এর বইও তো ছোট ফোনে পড়া সম্ভব নয়। তবে ইন্টারনেট প্রায় সবার ফোনেই চলে। তাই সবদিক বিবেচনা করে এবং নিজেরও সুবিধার্থে অনেক আগেই একটা গল্পের ওয়েবসাইট খুলতে চেয়েছিলাম। বাংলা ভাষায় অনেক গল্পের ওয়েবসাইট আছে তবে সব ক্ষেত্রে খুব বড় অসুবিধা হলো, অধিকাংশ ওয়েবসাইট অবিন্যাস্ত। আবার অনেক অনেক ওয়েবসাইটে খুব কম গল্প আছে আর অনেক ওয়েবসাইটে গল্প একসময় গল্প দিলেও এখন ভুলেও আর নতুন গল্প দেয় না। ই বাংলা লাইব্রেরি ডট কম নামের একটা ওয়েবসাইট অবশ্য এখোনো বই দিয়েই যাচ্ছে। এই ওয়েবসাইটটিই আমার দেখা একমাত্র ওয়েবসাইট যাতে প্রায় কয়েক হাজার বই আছে যা পড়ার জন্য শুধু ফোনে ইন্টারনেট সংযোগ লাগে। বর্তমান ২০১৯ হিসেবে ২০ মেগাবাইট দিয়ে কয়েক ডজন বই পড়া যাবে। এই গল্প.বেস্ট তৈরি করা হয়েছে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ওয়েবসাইটের গল্প এক করা। তবে প্রতি গল্পে কোন ওয়েবসাইট থেকে গল্প নেয়া হয়েছে তা আবশ্যকভাবে দেয়া হয়েছে। এতে আপনি চাইলেই আমরা কোন স্থান থেকে বইটি বা গল্পটি সংগ্রহ করেছি তা আপনি জানতে পারবে। সাথে যে এ্যন্ড্রুয়েড এ্যপলিকেশন থেকে গল্প বা বইটি পেয়েছি তা জানতে পারবেন। লেখক সম্পর্কেও কিছু কিছু তথ্য দেয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া এখানে বিভিন্ন শিরিজ, লেখক, প্রকাশনি এবং বই আলাদা আলাদা ভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তবে, অনেক ক্ষেত্রে হয়ত লেখকের নাম ও প্রকাশনি খুজে বের করা সম্ভব হয় নি। সে জন্য আগাম ক্ষমাপ্রার্থী। তবে, আপনি কোনো তথ্য দিতে চাইলে তা আপনার নামসহ প্রকাশ করা হবে। চাইলে আপনি কোনো বই বা গল্পের রিভিউ দিতে পারেন। আর আপনি নিজের লেখা গল্প বা উপন্যাস পাঠাতে চাইলে আপানাকে আগাম স্বাগতম। দ্রুত পাঠিয়ে দিবেন। আমরা পড়ে মানসম্পন্ন মনে হলেই প্রকাশ করবো। আর, আমাদের এই ক্ষুদ্র ওয়েবসাইটটি ভালো লাগলে বন্ধুদের বা সাহিত্যপ্রেমিকদের জানাতে পারেন। তবে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা জোর করবো না। আর আমাদের যে কোনো ত্রুটি আপনার চোখে পড়লে তা দয়া করে আমাদের দ্রুত জানিয়ে দিবেন। ধন্যবাদ।