লেখকঃ | তারাদাস বন্দ্যোপাধ্যায় |
ধরণঃ | তান্ত্রিকের গল্প |
প্রথম প্রকাশঃ | ১৯৮৫ |
তথ্যসূত্রঃ | Ebela.in |
তারানাথ তান্ত্রিক। মধ্য কলকাতার মট লেনের বাসিন্দা এই ভদ্রলোক জ্যোতিষ চর্চা করে দিন গুজরান করেন। আর্থিক অবস্থা ভাল নয়। কিন্তু তারানাথের কাছে সেই অর্থাভাব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। সে বুঁদ হয়ে থাকে তার দীর্ঘ তন্ত্রসাধনালব্ধ অভিজ্ঞতায়। সেই অভিজ্ঞতার স্বাদ পেতে তার সঙ্গে আড্ডা দিতে আসে গল্পর কথক আর কিশোরী নামের এক তরুণ। তারানাথ তাদের সামনে খুলে দেয় তার গল্পের ঝুলি। নিঃসৃত হতে থাকে একের পরে এক গল্প।
গল্পের/উপন্যাসের নামঃতারানাথ তান্ত্রিক ১ লেখকঃ তারাদাস বন্দ্যোপাধ্যায় বইয়ের নামঃ তারানাথ তান্ত্রিক ধরণঃ তান্ত্রিকের গল্প ...
0 Response to "তারানাথ তান্ত্রিক | তারাদাস বন্দ্যোপাধ্যায়"
একটি মন্তব্য পোস্ট করুন