অয়ন-জিমি
আমেরিকার লস অ্যাঞ্জেলসে বাস করা দুঃসাহসী একদল কিশোর গোয়েন্দা — রহস্যের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ে, কাউকে ভয় করে না, রহস্যের সমাধানে কোনো বাধা মানে না। কারা ওরা? উঁহু, তিন গোয়েন্দা নয়! বলছি অয়ন-জিমির কথা।
সেবা প্রকাশনীর কিশোর থ্রিলার ‘অয়ন-জিমি সিরিজ’-এর সাঙ্গে আমাদের অনেকেরই পরিচয় নেই, তাইতো আজ তোমাদের পরিচয় করাতে চাই এই অসাধারণ থ্রিলার সিরিজটার সঙ্গে।
আমরা যারা তিন গোয়েন্দার স্বর্ণযুগের বইগুলো পড়ে বড় হয়েছি, তারা জানি, সেই জাদু আর কখনও ফিরে পাওয়া যাবে না। কিন্তু অয়ন-জিমি সিরিজের বইগুলো পড়ে যেন অনেকটা সেই পুরনো স্বাদ ফিরে পাবে। জটিল সব মাথা ঘোরানো রহস্য, রক্ত টগবগ করা এডভেঞ্চার, ধাঁধার সমাধান, গুপ্তধনের খোঁজ, এ সবই আছে অয়ন-জিমিতে!
অয়ন-জিমি সিরিজের স্রষ্টা ইসমাইল আরমান, বর্তমানে সেবা প্রকাশনীর অন্যতম জনপ্রিয় লেখক ও অনুবাদক। তবে উনি কিন্তু আর সব লেখকদের মতো নন। উনি লেখালেখি শুরু করেন তোমাদের মতো বয়স থেকেই। লিখতে লিখতে, যখন সবে ক্লাস টেনে উঠেছেন, তখনই লিখে ফেলেন মৌলিক রহস্য উপন্যাস, ‘কালকুক্ষি’। অয়ন-জিমি সিরিজের প্রথম বই এটি, ১৯৯২ সালে বই আকারে প্রকাশিত হয়।
সিরিজের প্রধান দুই চরিত্র অয়ন হোসেন আর জিমি পার্কার। মাঝেমাঝেই ওদের সঙ্গী হয় বন্ধু রিয়া। যেহেতু লেখক আমাদের মতোই একজন তিন গোয়েন্দা ভক্ত, কিশোর বয়সে অয়ন-জিমি সৃষ্টি করেন, তাই চরিত্রগুলোর মধ্যে অবশ্যই তিন গোয়েন্দার ছায়া আছে।
অয়ন হল গোয়েন্দা প্রধান, কিশোর পাশার মতোই অনেকটা তার হাবভাব! জিমি পার্কারও অনেকটা মুসার মতো। অয়ন প্রবাসী বাংলাদেশী, জিমি আমেরিকান। রিয়া, মানে ভিক্টোরিয়া ওয়েস্টমোর ওদের সহপাঠিনী বন্ধু, খুবই মজার একটা চরিত্র। তিন গোয়েন্দার সাঙ্গে বড় তফাৎ হল, অয়ন জিমি রিয়া সত্যিকারের ছোট ছেলেমেয়েদের মতো প্রচুর খুনসুটি ঝগড়াঝাঁটি এমনকি হাতাহাতিও করে প্রত্যেক বইয়ে!
অয়ন-জিমি সিরিজের অনেকগুলো বইই লেখকের নিজস্ব সৃষ্টি, বিদেশী বইয়ের রূপান্তর নয়।
(তথ্যসূত্র: অয়ন-জিমি - Sakibkus) [আরও তথ্যঃ BDNews24]
(তথ্যসূত্র: অয়ন-জিমি - Sakibkus) [আরও তথ্যঃ BDNews24]
View full tag
অয়ন-জিমি সিরিজ এর সব বই/গল্প এর তালিকা | A List Of All Books/Storie Of Himu Series
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত অয়ন-জিমি সিরিজ এর গল্প
আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত অয়ন-জিমি সিরিজ এর বই
0 Response to "Ayon-Jimi | অয়ন-জিমি"
একটি মন্তব্য পোস্ট করুন