Ads Golpo.Best Kobita.Best

search

ফেলুদা সমগ্র ১ | সত্যজিৎ রায়

feluda somogro 1 by sattajit ray

লেখকঃসত্যজিৎ রায়
ধরণঃরহস্য ও গোয়েন্দা গল্প
প্রথম প্রকাশঃ২০০৫
তথ্যসূত্রঃbn.BDeBooks.Com

ইংরেজি ভাষায় লিখা বই বাংলায় অনুবাদ হবে এটাই স্বাভাবিক। কিন্তু হাতে গোনা যে কয়টি বাংলা বই ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছিল তারমধ্যে ফেলুদা একটি।যা বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত। বাংলা সাহিত্যে ফেলুদর মত গোয়েন্দা চরিত্র খুব আছে। আমার কাছে মনে হয়েছে শার্লক হোমস গল্প পড়ে, সত্যজিৎ রায় শার্লক হোমসের মত করে ফেলুদা চরিত্র আর ড.ওয়াটসনের মত করে তৈরী করেন তাপসের চরিত্রটি। সত্যজিৎ রায়ের ক্রাইম ফিকশনের প্রতি গভীর আগ্রহ ছিল। ফেলুদা পড়লে তা সহজেই বুঝা যায়।ফেলুদা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত চরিত্র।লেখক ও নির্মাতা সত্যজিৎ রায়ের চমৎকার সৃষ্টি এই ফেলুদা। ফেলুদা পেশায় প্রাইভেট গোয়েন্দা। তার পুরো নাম প্রদোশ চন্দ্র মিত্ দীর্ঘদেহী এক লোক। চোখে তার অন্তর্ভেদী দৃষ্টি, মুখে ঝুলছে একটা চারমিনার। মানুষকে এক নজর দেখেই বলে দিতে পারেন তার সম্পর্কে অনেক কিছু। ৭১০ পাতার ফেলুদা সমগ্র ১ বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত রহস্য ও গোয়েন্দা কাহিনী গল্প যা ২০০৫ সালে নওরোজ কিতাবিস্তান প্রথম প্রকাশ করে।

ফেলুদা সমগ্র ১ গল্পসমূহের তালিকা-
১.ফেলুদা’র গোয়েন্দাগিরি
২.বাদশাহী আংটি
৩.কৈলাস চৌধুরীর পাথর
৪.শেয়াল-দেবতা রহস্য
৫.গ্যাংটকে গন্ডগোল
৬.সোনার কেল্লা
৭.বাক্স রহস্য
৮.সমাদ্দারের চাবি
৯.কৈলাসে কেলেঙ্কারি
১০.রয়েল বেঙ্গল রহস্য
১১.জয় বাবা ফেলুনাথ
১২.ঘুরঘুটিয়ার ঘটনা
১৩.বোম্বাইয়ের বোম্বেটে
১৪.গোঁসাইপুর সরগরম
১৫.গোরস্থানে সাবধান
১৬.ছিন্নমস্তার অভিশাপ

0 Response to "ফেলুদা সমগ্র ১ | সত্যজিৎ রায়"

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন