Ads Golpo.Best Kobita.Best

search

পরিনতি


  • গল্পের/উপন্যাসের নামঃ পরিনতি

  • লেখকঃ অজানা
  • বইয়ের নামঃ অজানা
  • ধরণঃ শিক্ষণীয় গল্প
  • প্রথম প্রকাশঃ অজানা
  • সংগ্রহকারীঃ ফয়সাল হোসেন
  • ওয়েবসাইটে প্রকাশকঃ ফয়সাল হোসেন
  • তথ্যসূত্রঃ অজানা

বাবা-মা আর ভাই-বোন মিলে সাজানো এক সংসার।আর সবার ছোট যে তার নাম জীবন।তাদের জীবনে ভালোবাসা আর মায়া মমতার বন্ধন এর কোন কমতি নেই।মোটকথা বিধাতার সমস্ত রহমত ছিলো তাদের পরিবারে।উওম চরিএ আর পড়ালেখায় তার সমকক্ষ আর কেউ নেই।তাই সারা গ্রামে তার মত ছেলে দিত্বীয়টি নেই।সময় স্রোতের পরিক্রমায় জীবন এসএসসি পরিক্ষা দেয় এবং নিয়ম অনুসারে ধারুন রেজাল্ট করে।অবশেষে কলেজে ভর্তি হবার পালা।জীবন ভালো পড়া লেখায়।তাই সর্বসম্মতি ক্রমে তাকে শহরে পাঠায় তার পরিবার। হোস্টলে থেকে পড়ালেখা করে জীবন।প্রথম পরিক্ষায় ফাস্ট হয় সে।বাড়ি থেকে নিয়মিত টাকা পাঠায় তার বাবা।কলেজে এখন জীবন সবার পরিচিত।তার বন্ধুও অনেক।কিন্তুু তাদের বেশির ভাগ ছিল মাদকাসক্ত।আর জীবনেরও কোন টাকার অভাব ছিল না।তার বন্ধুরা প্রায়ই বলে জীবন টেস্টটা নে একটু।বলতে বলতে একধিন তার কৌতুহল জাগে মনে।একধিন সে তার বন্ধুদের সাথে মেতে উঠে সেই ধ্বংসে।এমন করে দিন যায়। জীবন এখন আর কলেজে নিয়মিত নয়।ক্লাসেও সে আর ফাস্ট হয় না।চলতে চলতে একধিন তাদের শিক্ষক তাকে আর তার বন্ধুদের ধরে ফেলে।শাস্তি সরুব তাদের কলেজ থেকে বহিস্কার করে দেয়।খবর আসে তার বাবা আর তাদের অভিবাভাকদের।জীবনের বাবা যখন ঘটনাটা শুনল সে কিন্তুু বিশ্বাস করে নি।কিত্নু সত্যিটা যে তাকে মনেই নিতে হয়।এখন জীবন গ্রামে। তার কাছে টাকা নেই তাই সে এখন নেশাও করতে পারে না।তাই তার এখন জীবনকে এখন অসহ্য লাগে। তাই এখন সে তার ঘরে গ্রামে চুরি করা শুরু করে।আগে যাকে নিয়ে সবাই প্রসংশা করত এখন তার বাবাকেও মানুষ ছার দেয় না। কিন্তুু জীবনের কাজ থেমে থাকে না। একধিন গ্রামের মানুষ পুলিশে খবর দেয় এবং জীবনকে ধরিয়ে দেয় তার বাবার সামনে কিন্তুু সে কিছু বলে নি।কিন্তুু বোঝা যাচ্ছিল তার বাবার চোখ ঝাপসা হয়ে আসছিল ধীরে ধীরে।তার শেষ বাক্য ছিল হায় রে পরিণতি স্বাধিনতা আর ভালোবাসার পরিনাম এই।মূহূত্বেই মৃদু বাতাসে তা মিলিয়ে গেল।কেউ বুঝল না তার অভিমান শুধু প্রকৃতির নিরবতায় তা হারিয়ে গেল চিরদিনের মতো।

2 Responses to "পরিনতি"

মোট পৃষ্ঠাদর্শন